ব্লগার ফারুক: এবার আছিয়া ধর্ষণের আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো, শিশু আছিয়ার বড় বোন জানান- “আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। যার কারণে, আমি কিছুই বুঝতে পারিনি।”—বেদনাদায়ক এই স্বীকারোক্তি দিয়েছেন আছিয়ার বড় বোন, যার চোখের সামনে নিষ্পাপ আছিয়ার প্রাণ নিঃশেষ হয়ে গেল।
