ব্লগার ফারুক : যশোর শহরের রায়পাড়া অঞ্চলে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা এবং অনেক ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আল মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সাড়ে ৬টায় শহরের রায়পাড়া এলাকায় যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত সড়কের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
