ব্লগার ফারুক : ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কয়েক মাস আগে তার একটি বক্তব্যের প্রেক্ষিতে ক্ষুব্ধ ছাত্র ও জনতা ধানমন্ডি-৩২ এ অবস্থানরত তার পিতার শেখ মুজিবুর রহমানের পরিবারের বাড়িটি ভেঙে দিয়েছে। তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার সুধা সদনেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আরও কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। বিদেশে বসেই তার মৃত্যুদণ্ডের রায় শোনার সুযোগ হয়েছে। দেশে ফেরার পর এই মৃত্যুদণ্ড কার্যকর হবে।
এই পরিস্থিতিতে ২০১০ সালের ১৩ নভেম্বরের একটি ঘটনার কথা সামনে আসছে। সেই দিনের একটি স্মৃতি অনলাইনে প্রচারিত হচ্ছে। সেই দিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসা থেকে তুলে দেয়। এমনকি উচ্ছেদের পর কেঁদে ওঠা খালেদা জিয়ার প্রতি বেশ রসিকতার সঙ্গে খোঁচা দিয়ে শেখ হাসিনা বিভিন্ন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছিলেন।
