রাজারহাটে আওয়ামী পন্থী এক ব্যাক্তি প্রভাব খাটিয়ে সরকারি কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন - জলাবদ্ধতায় ২৫ টি পরিবার

 


ব্লগ পোষ্ট : ব্লগার ফারুক : 

রাজারহাটে আওয়ামী পন্থী এক ব্যাক্তি প্রভাব খাটিয়ে  সরকারি  কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেছেন। এতে করে পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় জলাবদ্ধতার শিকার হয়েছেন অন্তত  ২৫ টি পরিবার। 


ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৪ নং ওয়ার্ডের দেবীচরণ এলাকায়। ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, কয়েক দশক আগে নির্মিত কালভার্টটির মুখ বন্ধ করে দিয়ে বাড়ি নির্মাণ করেছেন  কথিত আওয়ামী পন্থী আব্দুর রাজ্জাক।  আব্দুর রাজ্জাক উক্ত উপজেলার একই গ্রামের বাসিন্দা ও পিতার নাম মৃত. কছর আলী। 


স্হানীয়ারা জানান গত কয়েক মাসে আগে কালভার্টের মুখ বন্ধ করে আব্দুর রাজ্জাক তার বসত বাড়ির নির্মাণ কাজ শুরু করেন, যার ফলে গত কয়েকদিনের টানা বর্ষণে অন্তত ২৫ টি পরিবারের বসতভিটা সহ সুপারি বাগান, পান গাছ ও চুই গাছ সহ প্রায় অর্ধ শতাধিক গাছ পালা নষ্ট হয়ে যায়। 


বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা গত ৩ জুন  রাজারহাট উপজেলা নির্বাহী  কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন সুফল পাওয়া যায় নেই। ভুক্তভোগী মো. সাকলায়েন মন্ডল ও মো. তসলিম উদ্দিন জানান - কালভার্টের মুখ বন্ধ হওয়ায় জলাবদ্ধতার কারণে তাদের বসতভিটা ও সুপারি বাগানের অনেক গাছপালা  নষ্ট হয়ে গেছে। 


স্হানীয়রা আরো বলেন-  কথিত আওয়ামী পন্থী আব্দুর রাজ্জাক বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা থাকার কারণে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে এলাকাবাসীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকেন। 


সরেজমিনে গিয়ে দেখা যায় - এখন পর্যন্ত কালভার্টের মুখ বন্ধ রয়েছে 


এদিকে আজ ১৫ জুন (রবিবার) রাজারহাট উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে ভুক্তভোগী ২৫ টি পরিবার দ্রুত পানি নিষ্কাশনের জন্য কালভার্টের মুখ খুলে দেয়া ও আব্দুর রাজ্জাককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ গ্রহণ করেন,   মো. ছপির উদ্দিন, মো. সাকলায়েন মন্ডল, আনিসুল মন্ডল, আন্জুয়ারা বেগম, পলাশ মন্ডল, আশরাফুল মন্ডল, তসলিম উদ্দিন, শরিফ মিয়া, আনোয়ারা বেগম সহ আরো অনেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন