কুড়িগ্রামের রাজারহাটে এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন দখলবাজ আপন দুই ভাই

 


ব্লগ পোষ্টঃ ব্লগার ফারুকঃ 

কুড়িগ্রামের রাজারহাটে এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন দখলবাজ আপন দুই ভাই। 


আমি এর আগে একটি ব্লগ পোস্টে লিখেছিলাম ,  এলাকার কেউ যদি দখলবাজ  আব্দুর রাজ্জাক ও ওয়াহেদ আলী পরিবারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাহলে তারা সেই ব্যাক্তিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো সহ নানা রকম ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে থাকেন। 


তাদের এই  অন্যায় আর হুমকি ধামকি থেকে রেহাই পাইনি একই এলাকার  একটা হিন্দু পরিবার । যার দৃষ্টান্ত উদাহরণ হচছে শ্রী সুবাস চন্দ্র সরকার ও তার বড় ভাই শ্রী হেমন্ত চন্দ্র সরকার। 

গত ২০২৪ সালের ২১ ফ্রেবুয়ারী শ্রী সুবাস চন্দ্র সরকার তাদের নিজেদের  জমিতে কাজ করলে গেলে এলাকার চিন্হিত দখলবাজ ওয়াহেদ আলী শ্রী সুবাস চন্দ্র সরকারকে নানা রকম হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান।


 পরে শ্রী সুবাস চন্দ্র সরকার গত ২০২৪ সালের ২২ ফ্রেব্রুয়ারী রাজারহাট থানায় একটি মামলা দায়ের কয়েন। এরপর সেই মামলার জেরে কুড়িগ্রাম বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত  ২০২৪ সালের  ২১ শে এপ্রিল বিবাদি ওয়াহেদ আলী বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ পাঠান। 


জেনে রাখা ভালো শ্রী সুবাস চন্দ্র সরকার হলেন শ্রী হেমন্ত চন্দ্র সরকারের আপন ছোট ভাই।


 তবে আশ্চর্যের বিষয় হল  দখলবাজ ওয়াহেদ আলী ও তার ছোট ভাই আব্দুর রাজ্জাক মিলে  হেমন্ত পরিবারের ৪ শতাংশ জায়গা জোরপূর্বক ভাবে এখনো দখল করে রেখেছেন। 


আবার উল্টো শ্রী হেমন্ত চন্দ্র সরকারের পরিবারকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন । 


এই পোষ্টটি পড়ে আশা করি বুঝতে পারছেন দখলদার ওয়াহেদ আলী ও আব্দুর রাজ্জাক এলাকাবাসীর উপর কি রকম অন্যায় অবিচার  করে থাকেন। 


এই পোষ্টটি বেশি বেশি শেয়ার করে দেন,  যাতে করে কুড়িগ্রাম জেলা  ও রাজারহাট উপজেলাসহ দেশের  সকল প্রশাসনের দৃষ্টিগোচর হয়। 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন